মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মালিবাগের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নেছার উদ্দিন (৩৩) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রতক্ষ্যদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত নেছার উদ্দিন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে। তিনি খিলগাঁও এলাকায় একটি বাসার নিরাপত্তাকর্মী ছিলেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী ওবায়দুল শেখ জানান, সন্ধ্যায় মালিবাগ রেলক্রসিংয়ে রেল লাইন অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খবর পেয়ে তার স্ত্রী মুক্তা আক্তার হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, তারা খিলগাঁও থাকেন। ওই বাড়িতে তার স্বামী নিরাপত্তাকর্মীর কাজ করতেন। সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে বের হন। রাতে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ