গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে >
খুলনা বিভাগে ‘জমিয়াতুল মাদারিসিল কওমিয়া খুলনা’ নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছে। ২৭ ডিসেম্বর (সোমবার) সুতিঘাটা আশরাফুল মাদারিসে এক মতবিনিময় সভায় সংগঠনটি আত্মপ্রকাশ করে।
খুলনা বিভাগ তথা দক্ষিণবঙ্গে কওমি মাদ্রাসাগুলোর পারস্পারিক সম্প্রীতি ও ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, বেফাকের লক্ষ্য-উদ্দেশ্য সফল ভাবে বাস্তবায়নের নিমিত্তে এবং সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে বেফাকের অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে জমিয়াতুল মাদারিসিল কওমিয়া খুলনা (খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ) গঠন করা হয়।
গতকাল খুলনা বিভাগের দাওরা হাদিস মাদরাসাগুলোর মুহতামিম, বেফাকের মজলিসে আমেলা ও শুরা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাকের সহ-সভাপতি হযরত হাফেজ মাওলানা আনোয়ারুল করিম যশোরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেফাকের সহ-সভাপতি, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুশতাক আহমদ। এছাড়াও খুলনা বিভাগের শীর্ষ মাদরাসাগুলোর প্রায় দুইশ’ মুহতামিম ও খুলনা বিভাগের বেফাকের মজলিসে আমেলা ও শুরার সদস্যবৃন্দের উপস্থিতি ছিলেন।
বৈঠকেই সংগঠনের আংশিক সাংগঠনিক কাঠামো গঠন করে উপস্থিত মুহতামিমদের মতামতের ভিত্তিতে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা আছেন: সভাপতি, মাওলানা মোস্তাক আহমেদ ,খুলনা
নির্বাহী সভাপতি, মাওলানা আনোয়ারুল করিম যশোরী
সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হামিদ কুষ্টিয়া
সহ-সভাপতি: মাওলানা আব্দুল আউয়াল খুলনা, মাওলানা আব্দুল মান্নান যশোর, মাওলানা শামসুল হক কুষ্টিয়া, মাওলানা মুফতি মুজিবুর রহমান যশোর, মাওলানা আবু তালহা যশোর, মাওলানা মুফতি ইয়াহিয়া যশোর, মাওলানা আবু দাউদ কুষ্টিয়া, মাওলানা আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা, মাওলানা মনিরুল হক সাতক্ষীরা, মাওলানা আমিরুল ইসলাম বাগেরহাট, মাওলানা ওসমান গনি ঝিনাইদা।
সাধারণ সম্পাদক, মাওলানা নাসিরুল্লাহ যশোর
যুগ্ম সম্পাদক: মাওলানা রশিদ আহমদ যশোর, মাওলানা মাসুম বিল্লাহ, নোয়াপাড়া যশোর, মাওলানা জাবের, মাগুরা, মাওলানা জিহাদুল ইসলাম,খুলনা।
সহ-সম্পাদক, মাওলানা শফিকুল ইসলাম মেহেরপুর, মাওলানা আহমদ আবু উবাইদা নড়াইল। সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুফতি গোলামুর রহমান খুলনা। অর্থ সম্পাদক, মাওলানা নাজির আহমদ যশোর। প্রচার সম্পাদক, মাওলানা আহমাদুল্লাহ খুলনা।
এছাড়া সংগঠনের পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করে খুলনা বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা থেকে যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি ও নীতিমালা প্রণয়নের লক্ষে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সর্বশেষ সভার প্রধান অতিথি মাওলানা মোস্তাক আহমাদ গুরুত্বপূর্ণ নসিহত ও সবাই আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন ও মুবাল্লিগ মাওলানা নজরুল ইসলাম কাসেমীর বয়ান ও হৃদয়গ্রাহী দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
-এএ