আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আরও একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (ডিআইএসএআইডি) সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত রোগীর সংখ্যা তিন জনে পৌঁছাল।
এর আগে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়।
জিআইএসএআইডি'র তথ্য বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।
ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) তার নমুনা জিনোম সিকোয়েন্স করে। সংক্রমিত ব্যক্তির বয়স ৫৬ বছর এবং তিনি পুরুষ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
-এএ