মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

লঞ্চে আগুন: সুগন্ধায় ভেসে উঠল আরও এক মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা নদী থেকে আরও একটি মরদেহ ভেসে উঠেছে।

উদ্ধার অভিযান থেকে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীর মাঝ নদীতে এ মরদেহ ভেসে উঠতে দেখা গেছে। মরদেহটি পোড়া লঞ্চের যাত্রী বলেই ধারণা করা হচ্ছে। মরদেহটি পুরুষের।

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিশখালী নদীর নাপিতের খাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে নদী থেকে ভাসমান দুটি মরদেহ উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়। ঘটনার চুতর্থ ও পঞ্চম দিনে জনের মরদেহে নদী থেকে উদ্ধার হয়। প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি ৫১ নিখোঁজ যাত্রীর তালিকা তৈরি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ