আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান মারা যাওয়ায় আজ রোববার ঢাকা জজ কোর্টের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সস্পাদক খন্দকার মো. হযরত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে স্কয়ার হাসপাতালে মারা যান। তার মৃত্যুর সংবাদে ঢাকা আইনজীবী সমিতির সব আইনজীবী শোকাহত। তার মৃত্যুতে আজ (রোববার) ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সব আদালতের বিচারিক কার্যক্রম পূর্ণ দিবস মুলতবি রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
-এএ