আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনে ‘ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হল।
আজ শনিবার অনুষ্ঠিথ এ সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মো মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে আলোচক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দু'জন অতিরিক্ত সচিব। মূল প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনায় ছিলেন যথাক্রমে ড. মুফতী ওয়ালীয়ুর রহমান খান মুফতী মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী।
কর্মশালায় ব্যবসা-বাণিজ্য ও সরকারি অফিসে দুর্নীতির ক্ষেত্রগুলি চিহ্নিত করে তা দূর করার লক্ষ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ প্রায় চল্লিশটি সুপারিশ পেশ করেন। যা দুর্নীতি দমনে কর্মকৌশলের অংশ হবে। আলোচকগণ মত প্রকাশ করেন যে, সর্ব শক্তিমান আল্লাহ্র স্মরণ, দেশপ্রেম ও নৈতিকতার অনুশীলনই হতে পারে সকল অন্যায় ও দুর্নীতি বন্ধের উপায়।
-এটি