তাশফিন: রাজধানীর ঢাকার জামিয়া দারুল উলুম মতিঝিলের শিক্ষা সমাপনী ও হাদিস শরীফের শেষ দরস উপলক্ষে আয়োজিত খতমে বুখারী ও দুআ অনুষ্ঠান সম্পন্ন হলো।
শুক্রবার মাদরাসা সংলগ্ন জামে মসজিদে আছরের নামাজের পর এ অনুষ্ঠানটি শুরু হয়। এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন এ জামিআর প্রিন্সিপাল মাওলানা রফিক আহমাদ।
প্রধান মেহমান হিসেবে ছিলেন- কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআইতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শায়খ মাহমুদুল হাসান। তিনি শিক্ষা সমাপনকারী ছাত্রদের হাদিস শরীফের শেষ দরস প্রদান করেন।
এসময় উপস্থিত মুসল্লি এলাকাবাসি ও ছাত্রদের উদ্দেশ্যে শায়খ নসীহতমূলক আলোচনা করেন। এসময় ফারেগীনদের দায়িত্বশীল হওয়ার ব্যাপারে জোর তাগিদ দেন তিনি।
জামিয়া দারুল উলুম মতিঝিনের প্রিন্সিপাল আল্লামা শায়েখ রফিক আহমাদের মুনাজাতের মাধ্যমে রাত নয়টায় অনুষ্ঠানটি শেষ হয়।
-এএ