আওয়ার ইসলাম ডেস্ক:।। দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ১১ ফেব্রুয়ারি নবনির্মিত এই মসজিদে জুম্মার নামাজের মাধ্যমে তা উদ্বোধন করা হয়েছে।
অনন্ত জলিল ও তার স্ত্রী নায়িকা বর্ষার দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে ‘আরিজ আবরার জামে মসজিদ’। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে এটি তৈরি হলো।
অনন্ত জলিল জানান, মসজিদের নির্মাণ গত বছর হয়েছে। নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। সেখানে থেকে ফিরেই গতকাল সস্ত্রীক মসজিদ উদ্বোধনে যান। সঙ্গে ছিল তার দুই সন্তান আরিজ ও আবরার।
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে অনন্ত-বর্ষা দম্পতি অভিনীত চলচ্চিত্র ‘দিন : দ্য ডে’ সিনেমা। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন অনন্ত নিজেই।
-এটি