মুহা. পারভেজ মিয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি>
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ’র কার্যকরী কমিটি ২০২২-২০২৩ ইং বছরের জন্য সভাপতি আব্দুল্লাহ বিন শরীফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার তল্লার নলেজ প্রি-ক্যাডেট স্কুলে ভোট চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোশারফ হোসেন রনি। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- মাসুম বিন রশিদ, মুহা. সজল আলম, রিয়াজুল হক রিয়াজ ও মাহমুদুল হাসান রাব্বি।
নির্বাচনে সভাপতি পদের জন্য ৩ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
সভাপতি পদে আব্দুল্লাহ বিন শরীফ ২২ ভোট পেয়ে জয়ী হোন। বিপরীতে তার নিকট তম প্রতিদ্বন্দ্বী হিসেবে মেহেদী হাসান মুন্না ১১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে কামরুল হাসান জয়লাভ করেন। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করে নাজমুল ইসলাম আকাশ পেয়েছেন ১০ ভোট।
নির্বাচনে মোট ৪২ ভোটের মধ্যে ৩৭ ভোট প্রয়োগ করেছেন। ৩৭ ভোটের গণনায় এই ফলাফল ঘোষিত হয়েছে।
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা গত ২৫ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।
-এএ