আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে ফাজিল (স্নাতক পাস) প্রথমবর্ষের পরীক্ষায় নকল করার দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষায় প্রকাশ্যে নকল করার দায়ে দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার দুই শিক্ষার্থী, সিংগুলা মাদরাসার তিন শিক্ষার্থী, নৈয়ার মাদরাসার দুই শিক্ষার্থী ও মঙ্গলকান্দি মাদরাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান জানান, গোপন সূত্রে জানতে পারি ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বন করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। তাই দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে অধিক সংখ্যক পরীক্ষা তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
-এটি
