সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান নারীদের শিক্ষায় অগ্রগতি ও দাওয়াতে শূন্যতা সংবিধানে বিসমিল্লাহ আছে, সারা জীবন থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

বিএনপি নির্বাচন কমিশন নিয়ে মিথ্যাচার করছে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি সবকিছুর মতো নির্বাচন কমিশন নিয়েও মিথ্যাচার করছে এমনটি বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগরে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির আহ্বান জানালে বিএনপি তখন নির্বাচন কমিশন আইনের কথা বলে। আবার আইনমন্ত্রী আইন তৈরির কথা বলার পর তখন বিএনপি বলছে তড়িঘড়ি করে আইনটি করা হচ্ছে। তাদের এই মিথ্যাচারের কারণে জনগণ তাদের কথা বিশ্বাস করে না।

তিনি বলেন, ‘বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া ভোটার বানিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এ রকম কমিশনই তাদের পছন্দ আর সে কারণেই বর্তমানে আইনসিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না দলটি।’

বিএনপি কখনও গণতন্ত্রের কোনো পদ্ধতিতে বিশ্বাসী ছিল না অভিযোগ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল কখনই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আওয়ামী লীগ মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি গঠন করে আলাপ-আলোচনার ভিত্তিতে কমিশন গঠন করছে।’

তিনি বলেন, ‘কমিশন গঠনে সাড়া না দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। কিন্তু তারা নাম দিক বা না দিক নির্বাচন কমিশন আইন অনুযায়ী সঠিক সময়ে তা গঠিত হয়ে যাবে।’

দলীয় প্রধানের অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করে ক্ষমতাসীন দলের এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি (খালেদা জিয়া) নাকি বাঁচবেন না। এখন তো বাসায় ঠিকই সুস্থ আছেন।’ বিএনপি মিথ্যাচার করে সবসময়ই জাতিকে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ করেন হানিফ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ