বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

'অভিযোগের ক্ষেত্রে ভোক্তাদের সুরক্ষার অ্যাপ তৈরি করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোক্তাদের মামলা দায়ের করার হার কম। মানুষ ই-কমার্সের দিকে ঝুঁকেছে। ভোক্তারা ফিজিকালি অভিযোগ করতে চায় না। তাই ভোক্তাদের সুরক্ষা ও শিক্ষার জন্য অভিযোগের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ক্যাবের পক্ষ থেকে বক্তারা বলেন, অধিদপ্তরের কাজগুলো পণ্যমুখী, কিন্তু সেবা খাতে ভোক্তার অধিকার খর্ব হচ্ছে বেশি। তাই সেবা খাতকে আলাদা জোর দেয়া উচিত।

তাছাড়া যোগাযোগ, জ্বালানী, বিদ্যুৎ খাতে ভোক্তা অধিকার খর্ব হয় বেশি বলে জানান তারা। বাজারে অভিযানের কম তদারকি হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

তবে, শুধু ঢাকা নয়, সেবা খাতে দেশব্যাপী কাজ করতে জেলা ও উপজেলায় কার্যালয় স্থাপন করা হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ভোক্তা আর ক্যাব হয়ে কাজ করবে।

এদিকে, সাপ্লাইচেইনের ঝামেলা এড়াতে, আগে থেকেই তেলের দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় ক্যাবের পক্ষ থেকে আরো বলা হয়, যোগাযোগ ও প্রচার নিয়ে কাজ করতে হবে অধিদপ্তরকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ