সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


যে কারণে সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে দেরি হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে দেরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা মন্ত্রীকে এই হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছেন। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি, খুব দ্রুত কী ঘটেছিল, কে কে দায়ী ছিল–এগুলো আমরা বের করতে পারব। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমি দ্রুত গিয়েছিলাম। আমিও মনে করি, এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে অবিলম্বে এটার একটা ব্যবস্থা নিতে পারি।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এই হত্যাকাণ্ডের ঘটনার ১০ বছর পার হয়ে গেলেও শেষ হয়নি তদন্ত। ৮৫ বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। এ পর্যন্ত ৮৬ বারের জন্য সময় চেয়েছেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ