সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসনে পাঠানো হয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণতন্ত্রকে দেশ থেকে পুরোপুরি নির্বাসনে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এই আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। তারা যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দিয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন করলেই হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, দেশ সবচেয়ে দুঃসময় অতিক্রম করছে। একাত্তরে আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম সেই চেতনা আজ ভুলুষ্ঠিত। আমরা একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এখন আমরা দেখছি গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসনে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর