আওয়ার ইসলাম ডেস্ক: দিন যত যাচ্ছে বইমেলায় দর্শনার্থী ও পাঠকের ততই ভিড় বাড়ছে। মেলার পঞ্চম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বইমেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ছয়জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) মেলাতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার।
মনীষা রানী কর্মকার বার্তা২৪.কম-কে বলেন, সচেতনতাই এই অভিযানের মূল উদ্দেশ্য। বন্ধের দিন হওয়ায় সন্তানদের নিয়ে বইমেলায় অনেকেই আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বইমেলায় প্রবেশের সময় মাস্ক পরেই ঢুকছেন। তবে ভেতরে ঢোকার পরে কেউ কেউ মাস্ক খুলে পকেটে রাখছেন।
অপরাধ বুঝে দণ্ড দেওয়া হচ্ছে। যেসব প্রকাশনা স্বাস্থ্যবিধি মানছেন তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে, বলে জানান তিনি।
-এটি