সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের নাভিশ্বাস অবস্থা থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষ মহা বিপাকে পড়েছে। একটি দেশ এইভাবে চলতে পারে না। সব কিছুই যেনো এলোমেলো এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এক এক সময় এক এক পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ঘাম ঝরানো অর্থ লুটপাট করে নিচ্ছে। আর এসব করার সাহস পাচ্ছে অযোগ্য মন্ত্রীদের কারণে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের ব্যর্থতায় সরকারের জনসমর্থন তলানিতে। জনগণ এ অবস্থা থেকে মুক্তি চায়। সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে এবং দেয়ালে পিঠ ঠেকে গেলে রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবে না।

-এএ


সম্পর্কিত খবর