সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


বিমানবন্দরে মশার উপদ্রব রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মশার উপদ্রব রোধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ রোববার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ বিষয়ে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ ২০১৯ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা একটি রিট আবেদনের শুনানির সময় এই আদেশ দেন।

শাহজালাল বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকায় মশা নিধনে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, কর্মকর্তাদের কাছে তার ব্যাখ্যা চেয়ে ২০১৯ সালের ১২ মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

কেন তাদের ওই এলাকায় মশা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে হাইকোর্ট তার কারণ দর্শাতে বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে রুলে বিবাদী করা হয়েছে।

আজ আবেদনের ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এনটি


সম্পর্কিত খবর