সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইসি গঠনে নামের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে ফেলেছে সার্চ কমিটি। কমিটির সদস্যরা আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তালিকা জমা দেবেন।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির শেষ বৈঠকের পর এসব কথা বলেন তিনি।

এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির শেষ বৈঠক হয়। সভার শুরুর দিকেই ১০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। এতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং সাবেক আইজিপির নাম থাকার সম্ভাবনা রয়েছে। তবে থাকছেন না উচ্চ আদালতের কোনো বিচারপতি।

এই তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। এই ১০ জনের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

বিকেল সোয়া ৫টার দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। এ সময় সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী দেন প্রধান বিচারপতি।

বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বৈঠকে বসে সার্চ কমিটি। এতে কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সভাপতিত্ব করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ