আওয়ার ইসলাম ডেস্ক: ইতালিয়ান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ট্যানারি শিল্প রক্ষায় সকল ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিয়াটা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ইতালিয়ান রাষ্ট্রদূত বলেন, ইতালিয়ান সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র, তাই ইতালিয়ান সরকার সবসময় বাংলাদেশের যেকোন প্রয়োজনে পাশে থাকবে।
তিনি বলেন, ট্যানারি ব্যবসায় ইতালিয়ান সরকারের পক্ষ থেকে সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এখন ভালো সুযোগ রয়েছে। ইতালিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলে আশাকরি। এসময় তিনি ট্যানারির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে রাষ্ট্রদূত ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেন। এসময় আঞ্জুমান ট্যানারির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
-এএ