সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক জুলাই আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না: আলী আহসান জুনায়েদ ডেঙ্গুতে একদিনে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ শেখ হাসিনার মামলায় ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ এনসিপিকে নিবন্ধনে ইসির ইতিবাচক সাড়া : নাসীরুদ্দীন পাটওয়ারী উমাইয়া স্থাপত্যের নিদর্শন বহন করছে যে দুই ঐতিহাসিক মসজিদ জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই ভণ্ড : এ্যানি

আলিয়া মাদরাসার ছাদে মিললো ১০৬ সেট বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি অঅলিয়া মাদ্রাসার টয়লেটের ছাদে মিলেছে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১০৬ সেট নতুন বই।

বুধবার (২ মার্চ) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১ মার্চ) এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে এসব বই উদ্ধার করা হয়।

এনএসআই জানিয়েছে, মহাদেবপুরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বইগুলো দেওয়া হয়েছিল। তবে বাজারে বিক্রির উদ্দেশ্যে টয়লেটের ছাদে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান ও মহাদেবপুর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামকে পরিদর্শনের নির্দেশ দেন। পরে শৌচাগারের ছাদ থেকে অসৎ উদ্দেশ্যে মজুদ রাখা বইগুলো উদ্ধার করা হয়।

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই শিক্ষাঅফিস থেকে তোলা হয়েছে। তবে ওই  প্রতিষ্ঠানের সুপার কোনো ছাত্র-ছাত্রীকে ওই বই দেওয়া হয়েছে এমন প্রমাণ দেখাতে পারেনি। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ জন শিক্ষার্থীকে বই বিতরণের কথা বললেও কাগজ-কলমে তার সত্যতা পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে সরকারি বই অসৎ উদ্দেশ্যে টয়লেটের ছাদে রাখার অপরাধে প্রতিষ্ঠানের সুপার ও সহ-সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ