সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


ক্যারিবীয় দ্বীপে নৌকাডুবিতে ৫ অভিবাসীবাহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। খবর: আল-জাজিরার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুলাই) পুয়ের্তো রিকো ডিপার্টমেন্ট অব ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসোর্সেস পার্ক রেঞ্জার্স মোনা দ্বীপের কাছ থেকে মরদেহগুলো খুঁজে পাওয়া যায়।

কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, দুই নাবালকসহ ৬৬ জনকে নিরাপদে উপকূলে তুলে আনা হয়েছে।

ইউএস কোস্ট গার্ডের মুখপাত্র রিকার্ডো কাস্ত্রোদাদ বলেন, নৌকাটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নৌকাটিতে কতজন লোক ছিল তা স্পষ্ট নয় বলে জানান তিনি। নৌকাটিতে বেশিরভাগই হাইতির লোক ছিল বলে জানাগেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ