সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

জ্ঞানবাপি মসজিদ মামলার পরবর্তি শুনানি ২২ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মন্দির লাগোয়া জ্ঞানবাপি মসজিদ মামলার শুনানির দিন পিছিয়েছে। বারাণসীর আদালত ২২ আগস্ট এ শুনানির তারিখ নির্ধারণ করেছে।

জ্ঞানবাপি মসজিদ-কাশী বিশ্বনাথ মন্দির বিরোধ মামলার শুনানিতে অ্যাডভোকেট রঞ্জনা অগ্নিহোত্রী বাদী হরি শঙ্কর জৈনের দলের হয়ে শুনানিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জ্ঞানবাপি মসজিদ ও কাশী বিশ্বনাথ মন্দির বিরোধ বিষয়ে জেলা ও দায়রা জজ এ কে বিশ্বেশা আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদনের শুনানি শুরু করবেন—যেখানে হিন্দু দলগুলোর করা মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

এ ছাড়া মসজিদ চত্বর জরিপ করা কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানানোর জন্যও আদালত সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন। যদিও প্রতিবেদনটি এখনও প্রকাশ করা হয়নি।

ওই জরিপের ভিত্তিতে হিন্দু দলগুলোর দাবি, জ্ঞানবাপি মসজিদ চত্বরে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে; পক্ষান্তরে, মুসলিম পক্ষ দাবি করেছে—কাঠামোটি মসজিদের অজুখানার ঝরনার অংশ ছিল।

এ ছাড়া গত বুধবার মথুরার একটি আদালত শ্রীকৃষ্ণের জন্মস্থানে শাহি ঈদগাহ মসজিদ নিয়ে বিরোধ-বিবাদের বিষয়ে করা আবেদনের শুনানি হয়েছে। আবেদনে বাদীদের প্রতিনিধিত্বে মামলার শুনানির অনুমতি চাওয়া হয়েছে। এ ইস্যুতে সর্বশেষ বাদী হিসেবে মামলা করেছেন অ্যাডভোকেট শৈলেন্দ্র সিং।

অ্যাডভোকেট সিং বলেন, তিনি দেওয়ানি কার্যবিধির ধারা ৯১ ও ১৫১-এর সঙ্গে পঠিত ৯২ ধারার অধীনে মামলা দায়ের করেন, যাতে মামলাটি বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। খবর দ্য হিন্দুর।

আবেদনের শুনানির সময় অতিরিক্ত জেলা বিচারক সঞ্জয় চৌধুরী অ্যাডভোকেট সিং-কে জিজ্ঞেস করেন, তার আবেদনটি কীভাবে ‘রেস জুডিকাটার’ নীতিকে অগ্রাহ্য করবে। কেননা, এ নীতিতে আদালত অনুরূপ মামলাগুলোকে একত্রিত করার অনুমতি দেন। এরই মধ্যে, এলাহাবাদ হাইকোর্ট একটি নিম্ন আদালতকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে চার মাসের মধ্যে সবগুলো মামলা একত্রিত করা হয়।

পরবর্তীকালে অ্যাডভোকেট সিং এ প্রশ্নগুলোর সমাধান করার জন্য আরও সময় চাইলে, বিচারক ২২ আগস্ট শুনানির জন্য সময় নির্ধারণ করে দেন।

এদিকে, মথুরার সিনিয়র ডিভিশনের সিভিল জজ অ্যাডভোকেট রঞ্জনা অগ্নিহোত্রীর এ বিষয়ে দায়ের করা প্রথম মামলার শুনানি শুরু করতে প্রস্তুত। দেওয়ানি আদালত এ মামলাটি আগে খারিজ করে দিয়েছিলেন। এরপর বাদীরা জেলা আদালতের দ্বারস্থ হলে বিষয়টি বিচারিক আদালতে ফেরত পাঠানো হয়।

শাহি ইদগাহ মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও মসজিদের আইনজীবী তানভীর আহমেদ জানান, অগ্নিহোত্রীর মামলার প্রথম শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মসজিদটি এখন পর্যন্ত মোট ছয়টি মামলার নোটিশ পেয়েছে। যার প্রায় সবগুলোই একই রকম।

তানভীর আহমেদ আরও বলেন, অ্যাডভোকেট মহেন্দ্র প্রতাপের দায়ের করা আরেকটি মামলার পরবর্তী শুনানি হয়েছিলো ১ জুলাই। এ পর্যন্ত চার পাঁচবার এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ