সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

আল্লামা মুফতি নুরুল আমীনের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার-এর শাইখুল হাদিস ও নায়েবে মুহতামীম, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহকারী মহাসচিব, দেশের স্বনামধন্য শীর্ষ আলেম আল্লামা মুফতি নুরুল আমীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী নুরল আমীন রহ. মুসলিম উম্মাহ'র একজন দরদী অভিভাবক ছিলেন। আমৃত্যু ইসলাম, দ্বীনি শিক্ষা ও মুসলমানদের খেদমতে নিয়োজিত ছিলেন। কওমি মাদরাসার সনদের স্বীকৃতি জন্য তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বাংলাদেশে দ্বীনি আন্দোলনসমূহে তিনি ছিলেন সামনের কাতারে। আল্লামা শাহ্ আহমদ শফী রহ. ও মুফতী আমিনী রহ.-এর সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। তাঁর যুক্তিপূর্ণ মতামতকে উনারা মূল্যায়ন করতেন। যে কোনো বিষয়ে তাঁর কাছে গেলে তিনি আমাদেরকেও সুপরামর্শ দিতেন।

তাঁর ইন্তেকালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ একজন সৎ, সাহসী, কর্মতৎপর ও দরদী অভিভাবক আলেমকে হারাল।

শোকবার্তায় বলা হয়, তাঁর ইন্তেকালে আমরা ব্যথিত ও শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে কায়মানো বাক্যে দুআ করছি, হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ