রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আজ থেকে শুরু ২য় সাময়িক পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের ২য় সাময়িক পরীক্ষা আজ (২০ নভেম্বর) রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

নির্ধারিত সময় সকাল ৮টায় ঘন্টা বাজার পর জামিয়া মহাপরিচালক হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)এর হাত থেকে সকাল ৮টায় ঘন্টা বাজার পর পরীক্ষকগণ প্রশ্নপত্র গ্রহণের মধ্য দিয়ে ২য় সাময়িক পরীক্ষা শুরু হয়।

এ বিষয়ে জামিয়ার শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস আল্লামা কবীর আহমদ গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় জামিয়ার সাধারণ বিভাগ ও বিভিন্ন উচ্চতর বিভাগের প্রায় সাড়ে ৮ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে জামিয়ার সুবিশাল শিক্ষাভবনের ২য়, ৩য় ৪র্থ তলায় পরীক্ষার হল নির্ধারণ করা হয়। হলে এমন সুবিন্যাস্তভাবে আসন সাজানো হয় যে, প্রতিটি পরীক্ষার্থীর ডানে ও বামে এবং সামনে ও পিছনে ভিন্ন জামাতের ছাত্র থাকে; যাতে কেউ চাইলেও কারো কাছ থেকে দেখে লেখার সুযোগ না পেয়ে থাকা। তাছাড়া আমরা হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক দিয়েছে এবং তারা পরীক্ষা চলাকালীন পুরো সময় কড়া নজরদারি করে যাবেন।

বিশাল আয়তনের বিভিন্ন পরীক্ষা হলে পিনপতন নীরবতায় ছাত্ররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষার খাতায় লিখছেন। পরীক্ষকদেরকেও টহল দিতে বেশ সক্রিয় দেখা গেছে। এছাড়া বিভিন্ন হলের প্রধানগণও পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো সময় হলে উপস্থিত থেকে তদারকি করেছেন। পুরো হল জুড়ে এক মুগ্ধকর দৃশ্য বিরাজ করেছে। ছবিতে জামিয়ার শিক্ষা ভবনের বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে মনোযোগের সাথে পরীক্ষা দিতে দেখা যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ