সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

হলিডে মার্কেটের ব্যবস্থাপনায় ডিএনসিসির নতুন পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হলিডে মার্কেটের পাইলটিং চলাকালীন যথাযথ ব্যবস্থাপনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ডিএনসিসির সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

তিনি জানিয়েছেন, ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহীকে আহবায়ক এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে এ ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, ডিএনসিসির উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং সংশ্লিষ্ট অঞ্চলের কাউন্সিলর।

বাংলাদেশ কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে দেশে প্রথমবারের মত পাইলট প্রকল্প হিসেবে হলিডে মার্কেট ‘ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট’ শুরু হচ্ছে। এটি প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উম্মুক্ত থাকবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মত এই মার্কেটের সূচনা করতে যাচ্ছে।

পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের রাস্তায় শুরু করেছি। এই সড়কের দুই দিকে শুক্র ও শনিবার হলিডে মার্কেট বসবে। এখানে পাইলট প্রকল্প সফল হলে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করব। খুব শিগগিরই এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ