রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত

শেরপুরে বিনামূল্যে চিকিৎসা পেল ৩ হাজার বন্যাদুর্গত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দুর্গতদের চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। আজ রবিবার দিনব্যাপী উপজেলার আহমেদনগর এলাকায় ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে ওই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আইসিডিডিআরবি ঢাকা ও ইউএসএআইডি যৌথভাবে ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অন্তত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব বন্যা দুর্গত রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, শিকড় ঝিনাইগাতীর উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শেরপুর অফিসার্স ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ হারুন, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আয়োজক সংগঠন শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যঅনুযায়ী চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, দিয়েছি নগদ অর্থ সহায়তা। আজকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আগত ৩ হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু, কার্ডিওলজি, চর্ম, শিশুসহ সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। জনসাধারণের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ