শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

মাদরাসায় গেল ৩৫ কেজি ইলিশ, সাতজনের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা ও অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ৫টি মেশিন অকেজো করে  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৩৫ কেজি ইলিশ মাছ ধূসর মদীনাতুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার সকালে শিবালয় উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ৫ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড এবং জব্দ প্রায় ৩৫ কেজি মাছ ধূসর মদীনাতুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

 সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন এই দণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত এক লাখ মিটার জাল ও ৩৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এবং নদীতে অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ৫টি মেশিন অকেজো করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ