শুধু বন্ড মার্কেট নয়, শরিয়াহভিত্তিক মার্কেটের সম্পূর্ণ অবকাঠামোটাই পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, যাদের অধিকাংশই সুদভিত্তিক বিনিয়োগ করার পরিবর্তে শরিয়াহভিত্তিক বিনিয়োগ তথা সুদবিহীন বিনিয়োগে উৎসাহিত।
সোমবার (২১ জুলাই) বিএসইসি গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের এক সভায় তিনি এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের কথা চিন্তা করে শরিয়াহভিত্তিক সিকিউরিটিতে বিনিয়োগে উৎসাহিত করার নিমিত্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (শরিয়াহ অ্যাডভইজারি কাউন্সিল) রুলস ২০২২ প্রণীত হয়েছে। দেশের পুঁজিবাজারের জন্য ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগের নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করবে।
সভায় কমিটির সদস্য বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী এবং বিএসইসির অতিরিক্ত পরিচালক ও শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সেক্রেটারিয়েটেরর আহ্বায়ক শেখ মো. লুৎফুল কবির অংশগ্রহণ করেন।
এনএইচ/