শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ছাত্র সংগঠন চবিয়ান দ্বীনি পরিবার। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সংগঠনের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ দাবিনামা পেশ করা হয়।

স্মারকলিপির চার দাবি হলো—
১. চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা।
২. এলজিবিটিকিউ বা সমকামিতা সমর্থনকারী সংগঠনের সদস্যদের প্রার্থী হতে না দেওয়া।
৩. পাহাড়িদের ‘আদিবাসী’ বলে অভিহিত করে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে—এমন সংগঠনের সদস্যদের প্রার্থীতা বাতিল।
৪. চাকসু ও হল সংসদে ধর্ম বিষয়ক সম্পাদক পদ সংযোজন।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “সমাজবিরোধী মতাদর্শ প্রচারকারী কোনো সংগঠনের সদস্যকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। মাদকাসক্ত কিংবা মূল্যবোধবিরোধী কাউকেও ছাত্র সংসদের নেতৃত্বে আনা যাবে না। পাশাপাশি ধর্ম বিষয়ক সম্পাদক পদ যুক্ত করতে হবে।”

চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার ও আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, “আমরা পাহাড়ি-বাঙালি সবার ন্যায্য অধিকারে বিশ্বাসী। তবে কিছু সংগঠন পাহাড়ি জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ আখ্যা দিয়ে রাষ্ট্রের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছে। ২০২২ সালের সরকারি নির্দেশনা ও ২০১৯ সালের প্রজ্ঞাপনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রার্থী হওয়ার শর্ত হিসেবে সাংবিধানিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ