শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ছাত্র সংগঠন চবিয়ান দ্বীনি পরিবার। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সংগঠনের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ দাবিনামা পেশ করা হয়।

স্মারকলিপির চার দাবি হলো—
১. চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা।
২. এলজিবিটিকিউ বা সমকামিতা সমর্থনকারী সংগঠনের সদস্যদের প্রার্থী হতে না দেওয়া।
৩. পাহাড়িদের ‘আদিবাসী’ বলে অভিহিত করে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে—এমন সংগঠনের সদস্যদের প্রার্থীতা বাতিল।
৪. চাকসু ও হল সংসদে ধর্ম বিষয়ক সম্পাদক পদ সংযোজন।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “সমাজবিরোধী মতাদর্শ প্রচারকারী কোনো সংগঠনের সদস্যকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। মাদকাসক্ত কিংবা মূল্যবোধবিরোধী কাউকেও ছাত্র সংসদের নেতৃত্বে আনা যাবে না। পাশাপাশি ধর্ম বিষয়ক সম্পাদক পদ যুক্ত করতে হবে।”

চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার ও আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, “আমরা পাহাড়ি-বাঙালি সবার ন্যায্য অধিকারে বিশ্বাসী। তবে কিছু সংগঠন পাহাড়ি জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ আখ্যা দিয়ে রাষ্ট্রের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছে। ২০২২ সালের সরকারি নির্দেশনা ও ২০১৯ সালের প্রজ্ঞাপনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রার্থী হওয়ার শর্ত হিসেবে সাংবিধানিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ