শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

শাপলাকেন্দ্রিক অবদানে ভূমিকায় সম্মাননা দেবে শাপলা স্মৃতি সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলাকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে আগামী ৩০ আগস্ট শনিবার রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সম্মাননা ও সম্মিলনী ২০২৫’। এ আয়োজন করছে শাপলা স্মৃতি সংসদ।

গত শনিবার (২৪ আগস্ট ২০২৫) বাদ আসর শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন কাজে যেসব অংশীজন অবদান রেখেছেন, তাদের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালী। এছাড়াও নির্বাহী পরিষদের সদস্য মাওলানা হাসান জুনাইদ, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মাওলানা আদনান মাসউদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ইবরাহিম জামিল, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা আরিফুর রহমান, মুহাম্মাদ কামাল উদ্দীন ও ইমাম হুসাইন ইলাত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ