মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭


বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি-২০২৪ থেকে।

পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লাখো শিক্ষার্থী। সাধারণত রমজানে প্রকাশিত হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই অপেক্ষার পারদ বেড়ে চলছে দিগুণ।

জানা গেছে, ফলাফল প্রকাশের  চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। কাজের চাপ বেড়েছে বেফাকের অফিসে স্টাফদের। রেজাল্টের কাজ সুচারুরূপে করতে রাত-দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

একটি সূত্র জানিয়েছে আগামী ২৩ রমজানে বেফাকের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

এদিকে বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী’র সঙ্গে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে জানান, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কাজ চলছে পুরোদমে। শিক্ষার্থী সংখ্যা গত বছরের তুলনায় ৫০ হাজার বৃদ্ধি পেয়েছে। এজন্য ফলাফল প্রকাশ পেতে বিলম্ব হচ্ছে’।

আনুমানিক কবে প্রকাশ পেতে পারে ফলাফল? এমন প্রশ্ন রাখলে তিনি জানান, ‘আশা করি ২০ শে রমাজানের পর প্রকাশিত হবে ইনশাআল্লাহ‘।

এসময় তিনি ফলাফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখ জানাননি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ