মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া এলাকায় পানিকাদা ও ঝরঝরে রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে নামাজে যাতায়াত এবং গ্রামের একমাত্র কবরস্থানে লাশ দাফনের পথে যাত্রা কঠিন হয়ে উঠেছে। প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা বর্ষার মৌসুমে মরণফাঁদে পরিণত হয়েছে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও গ্রামবাসী জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এসেছে। ওই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় হাজারো শিক্ষার্থী পড়াশোনা করছে।
স্থানীয়দের অভিযোগ, বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা, রড়দিয়া কাওমি মাদ্রাসাসহ এতিমখানার পাশের মসজিদ ও গ্রামের কবরস্থানের সঙ্গে সংযুক্ত একমাত্র কাঁচা সড়কটি বর্ষায় গভীর কাদামাখা ও বড় বড় গর্তে ভরপুর হয়ে পড়েছে। এতে যাতায়াত বেশির ভাগ সময় অসম্ভব হয়ে ওঠে।
টাকুর মোড় থেকে কাজী বাড়ির চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া আলিয়া মাদ্রাসা ও উত্তরপাড় ইদগাহ মাঠ পর্যন্ত এই রাস্তা বেহাল দশায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই কাঁদাজল জমে চলাচল কঠিন হয়ে যায়।
হোরিরহাট বাজার কমিটির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর বলেন, মানববন্ধনে বড়দিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এ বি এম মহিউদ্দিন, শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার, স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তার বড় বড় গর্তে কাদা পানি জমে গেলে প্রতিদিন ঝুকিপূর্ণ পথে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। অনেকেই দুর্ভোগ সহ্য করতে না পেরে স্কুল বন্ধ করে দিয়েছে। যদি দ্রুত সংস্কার না হয়, তাহলে আরও শিক্ষার্থী বিদ্যালয় আসা বন্ধ করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময় সরকারের জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পাঁচটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। বৃদ্ধ ও গর্ভবতী নারীরা চিকিৎসা সেবায় যাতায়াতে ব্যাপক কষ্ট পাচ্ছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, “আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়দিয়া এলাকার জনগণ থেকে রাস্তা সংস্কারের জন্য আবেদন পেয়েছি। সারাদেশে অতি বর্ষায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, এই সড়কও তার ব্যতিক্রম নয়। চলতি অর্থবছরে সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে দ্রুত এ রাস্তা শিক্ষার্থীসহ এলাকার মানুষের চলাচলের উপযোগী করে উন্নয়ন করা হবে, ইনশাআল্লাহ।”
এসএকে/