মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭


বেফাকে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুফতী নজরুল ইসলাম ভাসানী সাহেবের প্রতিষ্ঠান রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা ১৪৪৪—৪৫ হিজরী শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ—এর অধীনে অনুষ্ঠিত ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার চতুর্থ বছরেও বরাবরের মতো ঈর্ষণীয় ফলাফলের ধারা অব্যাহত রেখেছে।

ফজিলত মারহালায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জন, সানাবিয়া উলয়ায় ১২ জনের মধ্যে ০৭ জন, মুতাওয়াসসিতায় ১৯ জনের মধ্যে ১৮ জন এবং ইবতিদাইয়ায় ২০ জনের মধ্যে ১১ জন মেধা তালিকায় স্থান লাভসহ ৬৩ জন পরীক্ষার্থীর মাঝে সর্বমোট ৪৩ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। যা গড় হিসেবে ৬৮.২৫ শতাংশ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার প্রথম বছর ১৭ জনের মধ্যে ৫জন, দ্বিতীয় বছর ৩৪ জনের মধ্যে ১৭ জন, এবং গত বছর ৪৮ জনের মধ্যে ৩০ জন মেধা তালিকায় স্থান লাভ করেছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি, রব্বানী নগর (জামিআ রাব্বানিয়ার সন্নিকটে) সুবিশাল দৃষ্টিনন্দন ভবনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি তা’লীমের পাশাপাশি সুনিপুণ তরবিয়ত, উন্নত পরিবেশ এবং উৎকৃষ্ট খাবারের ক্ষেত্রে অতুলনীয়।

বিশষ দ্রষ্টব্য: আগামী ৬ শাওয়াল মোতাবেক ১৬ এপ্রিল (সম্ভাব্য) রোজ মঙ্গলবার থেকে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসায় শিশু শ্রেণী থেকে দাওরা হাদীস পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। যোগাযোগ: ০১৭৭০—৪৬০০৪৬

আরো পড়ুন- বেফাকে শীর্ষে জামিআ রাব্বানিয়া

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ