বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষ যে ১৪ (পুরুষ) মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

বেফাকের ফলাফলে দেখা যায়, সারা দেশের ১৪ টি বালক মাদরাসা মেধাতালিকায় সারাদেশে ১ম, ২য় ও ৩য় হয়ে গৌরব স্থান লাভ করেছে। সেসব মাদরাসার শ্রেণিবিন্যাস (ফযীলত-ইবতিদাইয়্যাহ) অনুযায়ি তুলে ধরা হলো-

  • জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর, ঢাকা
  • জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, মুসলমানপাড়া রোড, খুলনা সদর
  • ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর
  • ঢাকা জেলার জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪
  • ঢাকা জেলার মাদরাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. মিরপুর
  • কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া
  • ময়মনসিংহ জেলার দারুল উলূম নিজামিয়া মাদরাসা
  • চাঁদপুর জেলার জামিয়া কুরআনিয়া এমদাদুল উলূম, ফুলছোঁয়া
  • মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ শিবচর
  • ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড, যাত্রাবাড়ী
  • নারায়গঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি
  • কিশোরগঞ্জ জেলার জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ
  • ঢাকা জেলার দারুল ফিকরি ওয়াল ইরশাদ ঢাকা বাংলাদেশ, কদমতলী
  • ঢাকা জেলার জামেয়া হাকীমুল উম্মত, মোজাদ্দেদ নগর, আড়াকুল, দক্ষিণ কেরানীগঞ্জ

বিস্তারিত ফলাফল

ফযীলত (স্নাতক):

পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর মাহদী হাছান। তার প্রাপ্ত নম্বর ৭৭০।

২য় স্থান অধিকার করেছে খুলনা জেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, মুসলমানপাড়া রোড, খুলনা সদর-এর মো: হাফিজুর রহমান রায়হান। তার প্রাপ্ত নম্বর ৭৫১।

৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর যুহাইর আহমদ। তার প্রাপ্ত নম্বর ৭৫০।

সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক):

পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪-এর আবু ইউসুফ। তার প্রাপ্ত নম্বর ৬৮০।

২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

ঢাকা জেলার মাদরাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রা., মিরপুর-এর মুহাম্মদ বিন নূর ও কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া-এর জাহিদুল ইসলাম। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৭০।

৩য় স্থান অধিকার করেছে ময়মনসিংহ জেলার দারুল উলূম নিজামিয়া মাদরাসা-এর তালহা বিন শাকির। তার প্রাপ্ত নম্বর ৬৬৭।

মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক):

পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

চাঁদপুর জেলার জামিয়া কুরআনিয়া এমদাদুল উলূম, ফুলছোঁয়া-এর মুহাঃ তাওহীদুল ইসলাম ও মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ শিবচর-এর ইউসুফ মিয়া। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৮৯।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড, যাত্রাবাড়ী-এর মো: আব্দুল্লাহ খাঁন। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৫ জন। যথাক্রমে-

নারায়গঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি-এর আদনান,

নারায়গঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি-এর মামুনুল হক,

- নারায়নগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি-এর মুহাম্মাদ আব্দুর রহমান,

-মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ শিবচর-এর মো: শেখ মাছুম বিল্লাহ, 

-কিশোরগঞ্জ জেলার জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর নূরে আলম মোহাম্মদ নূরুল্লাহ।

তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৫।

ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) :

পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে

- ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর-এর মোঃ মাহমুদুল হাসান ও

- নারায়গঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি-এর মো. আব্দুল্লাহ। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৫৯৪।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার দারুল ফিকরি ওয়াল ইরশাদ ঢাকা বাংলাদেশ, কদমতলী-এর মো: মুশফিকুর রহমান। তার প্রাপ্ত নম্বর ৫৯৩।

৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামেয়া হাকীমুল উম্মত, মোজাদ্দেদ নগর, আড়াকুল, দক্ষিণ কেরানীগঞ্জ-এর রিদওয়ান আহমাদ। তার প্রাপ্ত নম্বর ৫৯২।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ