বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আফতাবনগর মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় ১৪৪৫-৪৬ হিজরি ২০২৪-২৫ ঈ. শিক্ষাবর্ষের ফরম বিতরণ ও ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার ( ১৬ এপ্রিল ) সকাল ৮:০০ থেকে।

আগ্রহী তালিবে ইলমদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও বলেন, মুমতাজ ও জায়্যিদ জিদ্দান ছাত্রের ক্ষেত্রে সর্বত্রই প্রাধান্য দেয়া হবে।

পুরাতন ছাত্রদের ভর্তি: ৬ ও ৭ শাওয়াল, মঙ্গল ও বুধবার

সিট ও কিতাব বণ্টন: ১১ শাওয়াল, রবিবার

ইফতিতাহ: ১২ শাওয়াল, সোমবার সকাল ৯টায়

ভর্তি পরীক্ষা : 
মৌখিক পরীক্ষা : ৬ই শাওয়াল/ ১৬ই এপ্রিল মঙ্গলবার সকাল ৮:০০টা থেকে।

জামাত ভিত্তিক ভর্তির জন্য যে সকল কিতাবের পরীক্ষা নেওয়া হবে :

১. ইবতেদায়ী ক  : বিশুদ্ধ তেলাওয়াত, বাংলা, অংক ৩য় শ্রেণী (বেফাক)।

২. তাইসীর জামাত : বিশুদ্ধ তেলাওয়াত, তালীমুল ইসলাম ১ম, ইংরেজী ও অংক ৪র্থ শ্রেণী (বেফাক)।

৩. মীযান জামাত : এসো আরবী শিখি, উর্দু কি তেসরী কিতাব, গণিত ও ইংরেজি ৫ম শ্রেণী (বেফাক)।

৪. নাহবেমীর জামাত : মীযানুস সরফ ও মুনশাইব ও এসো আরবী শিখি এবং বাকুরাতুল আদব।

৫. হেদায়াতুন্-নাহব জামাত : নাহবেমীর ও রওযাতুল আদব।

৬. কাফিয়া জামাত : হেদায়াতুন্-নাহব ও নূরুল ঈযাহ।

৭. শরহে বেকায়া জামাত :  কাফিয়া (বাহসুল ইসম), মুখতাছারুল কুদূরী, উসূলুশ শাশী।

৮. জালালাইন জামাত : শরহে বেকায়া, নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।

৯. মেশকাত জামাত : তাফসীরুল জালালাইন ১ম ও হেদায়া ২য় খণ্ড।

১০. তাকমীল জামাত : মেশকাতুল মাসাবীহ ১ম খণ্ড, হেদায়া ৩য় খণ্ড।

১১. ইফতা বিভাগ: হেদায়া ৩য় খণ্ড (বুয়ু) ও নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

১২. তাখাসসুস ফী উলুমিল হাদীস : বুখারী শরীফ

১৩. দাওয়া : বুখারী ও তিরমিজি

বিভাগসমূহ: মক্তব ও নাজেরা, হিফজ, ইবতেদায়ী থেকে তাকমিল, ইফতা ( ১ বছর ), উলুমুল হাদিস ও দাওয়া ।

দক্ষ ও পরিশ্রমী শিক্ষকমন্ডলির মাধ্যমে আবাসিকভাবে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, এবছর আরো তিনজন দক্ষ অভিজ্ঞ মুফতি, মুহাদ্দিস, আদিব আবাসিক উস্তাদ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

যাতায়াত: রামপুরা ব্রিজ থেকে মেরাদিয়া। তারপর সাঁকো পার হয়ে রিক্সা যোগে আফতাবনগর, এম ব্লক।

যোগাযোগ: 01675757870, 01743-808839, 01590050821

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ