মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ, পাশের হার ৯৬.২৪ শতাংশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৬.২৪ শতাংশ। বুধবার (১৯ মার্চ) রাজধানীর মাতুয়াইলে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা অফিসে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান সেশন) মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।

এ বছর কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ৩৩৫টি কেন্দ্রে ৮০৭টি মাদরাসার প্রায় ২০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজী বলেন, সুষ্ঠভাবে আমরা পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি, এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এবার আমাদের বোর্ডের ৯৬.২৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। শিক্ষার্থীরা যেনো পড়া-লেখায় আরো মনোযোগী ও মেহনতী হতে পারে সেদিকে মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার ফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, ওস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।

মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বোর্ডের প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা। জোন জিম্মাদার, নেগরান, মুমতাহিনদেরও ধন্যবাদ। ২৩তম কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। এছাড়াও কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসা সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহ্বাজ মো: খন্দকার গোলাম মাওলা, বোর্ডের যুগ্মমহাসচিব মাও: মুজিবুল রহমান কালিশুরী, মাও: শামসুদ্দোহা তালুকদার, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মুফতি আব্দুল আজিজ কাসেমী, মুফতি জহিরুল ইসলাম কাসেমী, মুফতি আশরাফুদ্দিন আরিফ। এছাড়াও বিভিন্ন মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (bqeb.org/software/result)

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ