মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৮ম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহত্তর মিরপুর-কেন্দ্রীক এই মাদরাসা শিক্ষাবোর্ড আয়োজিত এবারের পরীক্ষায় গড় পাশের হার: ৯৮.৪৮%।

রাজধানীর মিরপুরে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা তিনটায় ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দের সামনে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ফলাফল উপস্থাপন করা হয়।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের অধীনে এবার মিরপুরের ১৬টি পুরুষ ও ১১টি মহিলাকেন্দ্রে তিনটি মারহালা বা স্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআন ও নাযেরা বিভাগের পরীক্ষা ২৮-২৯ রজব ও ১লা শাবান এবংমুতাওয়াসসিতা-১ম বিভাগের পরীক্ষা ৪-১১ শাবান অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর মিরপুরের ১৯০টি মাদরাসার  মোট ৪০৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রসংখ্যা ছিল ৩১২৬ জন, ছাত্রীসংখ্যা ৯৬০ জন।

পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৩৭৬৬ জন। এর মধ্যে স্টারমার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে  ২০৫৯ জন,প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১০২৮জন।

মুতাওয়াসসিতা-১ (বালক) মারহালায় ৯৭.৫০ গড়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মো. রাইসুল ইসলাম রিফাত। মুতাওয়াসসিতা-১ (বালিকা) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া মিল্লিয়া মাদানিয়ার কানিজ ফাতেমা।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৮ম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখা যাবে ইত্তেফাকের ওয়েবসাইট www.ettefaqmirpur.com থেকে । এছাড়া ইত্তেফাকের অফিশিয়াল ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট মাদরাসায় পাওয়া যাবে ৮ম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন— ‘ইত্তেফাক গঠনের ফলে বৃহত্তর মিরপুরের মাদরাসাগুলো ঐক্যবদ্ধ হয়েছে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেড়েছে।’

তিনি আরো বলেন— ‘ইত্তেফাক প্রতিষ্ঠার পর থেকে মিরপুরের মাদরাসাসমূহের পড়ালেখার মান অনেক বেড়েছে। মাদরাসাগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।’

অনুষ্ঠানে আগত দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া দিন দিন যেভাবে উন্নতি-অগ্রগতি করছে, এ ধারা যেন অব্যাহত থাকে। যে সমস্ত মাদরাসা এখনো ইত্তেফাকভূক্ত হয়নি, সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ফল প্রকাশে আরও উপস্থিত ছিলেন ইত্তেফাকের মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, মুফতি শহীদুল্লাহ্ কাসেমী, মুফতি হানিফ কাসেমী, মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল লতিফ ফারুকী, মাওলানা আবু হানিফ, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা নূর মুহাম্মদ কাসেমী, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, মাওলানা ফখরুদ্দীন আল হুসাইনী, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।

আরএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ