মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইবতিদাইয়ায় (প্রাইমারি) মেধাতালিকায় শীর্ষে যেসব মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আমানুল্লাহ নাবিল মামদুহ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ইবতিদাইয়া (প্রাইমারি) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ী-এর মো: মিরাজ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৫৯৪।

২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ রাইহান। তার প্রাপ্ত নম্বর ৫৯৩।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-

  • কিশোরগঞ্জ জেলার জামিয়া নূরানীয়া, তারাপাশা (বয়লা)-এর কে. এম. সিফাত আহসান এবং
  • কুষ্টিয়া জেলার ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদরাসা, দৌলতপুর-এর মুহা: ছাদিকুজ্জামান। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৯২।

অন্য দিকে ইবতিদাইয়া (প্রাইমারি) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-

একা জেলার কাসিমুল উলুম শরীফিয়া বালিকা মাদরাসা, ইসলামপুর, ধামরাই-এর সুমাইয়া আক্তার এবং
• ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা.), ঢালকানগর-এর শেখ আহনাফ রাদিয়া নূহা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৮৯।

২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

- হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), আদমখানী, বানিয়াচং-এর নৌরিন চৌধুরী মায়িশা এবং

  • গাজীপুর জেলার খাদেমুল কুরআন বালিকা মাদরাসা, বনমালা রোড, টঙ্গী-এর জান্নাত। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৮৮।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

  • গাজীপুর জেলার কেওয়া দারুল হিকমাহ কওমী মহিলা মাদরাসা, পূর্বখণ্ড, শ্রীপুর-এর আদিবা খাঁন এবং
  • ময়মনসিংহ জেলার রাবেয়া বসরী মহিলা মাদরাসা, মধ্যহিস্যা, মুক্তাগাছা-এর খাতুনে জান্নাত অনন্যা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৮৭।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ