মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭


বেফাক পরীক্ষায় চট্টগ্রামে শীর্ষে জামিয়া বাইতুল করিম হালিশহর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর মাদরাসা এ বছর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিগত বছরের মত এবারও মাদরাসাটি চট্টগ্রাম মহানগরে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এ বছর মাদরাসা থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকায় ২৮ জন স্থানলাভ সহ ৫৮ জন মুমতাজ ও জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ২৬ জন ।

আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর মাদরাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন সাকী মাদরাসার এই সাফল্য সম্পর্কে বলেন, রাব্বে কারিমের অপার অনুগ্রহ ব্যতীত এমন সফলতা সম্ভব নয়।  এজন্য তিনি মাদরাসার নাযেমে তালিমাত, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এই সফলতা অর্জনে তিনি পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ছাত্রদের এমন ভালো রেজাল্টের জন্য দায়িত্বশীলদের নিয়মতান্ত্রিক প্রচেষ্টাও ছিল অসামান্য। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ