মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় ‘জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা ’র হোসনা আক্তার সানাবিয়া উলইয়া(শরহে বেকায়া)’য় ১ম স্থান অধিকার করেছে।

প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জামিআ দাওয়াতুল কুরআন- এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ।

গতকাল ২৭ মার্চ বেফাকের ফলাফলে জানা যায়, এ প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রী হোসনা আক্তার সাতটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৭০০ নম্বরের মধ্যে ৬৫৩ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। 

জামিআ উম্মে মুআয তা’লীমুননিসা মাদরাসা কতৃপক্ষ জানায়- নিজস্ব ভবনে সুন্দর মনোরম পরিবেশে শতভাগ শরয়ি পর্দা রক্ষা করে প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকেই তারা ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে।

এদিকে প্রতিষ্ঠানটির ছেলে শাখা জামিআ দাওয়াতুল কুরআন-এর শিক্ষার্থীরাও বেফাক- এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ৷ উভয় প্রতিষ্ঠান থেকে এবার ইবতেদাইয়া (প্রাইমারি) মারহালায় ৭ জন, মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) মারহালায় ৪ জন, সানভিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক) এ ২ জন শিক্ষার্থী মেধা তালিকা স্থান লাভ করে।

এই ঈর্ষনীয় সাফল্য অর্জনে মহান আল্লাহ তাআ'লার শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মামূনুর রশীদ বলেন, এটা মহান আল্লাহ তাআ'লার অশেষ মেহেরবানি৷ আমাদের পক্ষ থেকে সাধ্যাতীত প্রচেষ্টা ছিল ৷ মহান আল্লাহ তাআ'লা আমাদের প্রচেষ্টা কবুল করেছেন৷ এ জন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামি দিনে সকলেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে৷ দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে৷ জীবনের প্রতিটি সেক্টরে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে হেরার রাজ তোরণ থেকে বিচ্ছুরিত আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দিবে।

উল্লেখ্য, গত বছর বেফাকের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় ইবতেদাইয়া মারহালার ১৩ জন, মুতাওয়াসসিতার ৮ জন, সানাবিয়া উলয়ার ৩ জন ও ফজিলতে ১ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান দখল করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ