মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

শ্রীমঙ্গলে মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মুস্তাকিম আল মুনতাজ

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

নারী শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রসারের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের পূর্ব মাজদিহি গ্রামে মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার উদ্বোধন হয়েছে।

রবিবার (১১ মে) বাদ যোহর মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাজাত ইসলামী মারকাযের দায়িত্বশীল মাওলানা আব্দুল খালিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা ছালেহ আহমদ হামিদী।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা বেগম মহিলা মাদরসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ,

মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম কালাপুরী, মাধবপুর নোয়াগাঁও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হুসাইন আহমদ খালেদ, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।

এ সময় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয়। ধীরে ধীরে এই মাদরাসাটি যাতে শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত রুপান্তর করা যায়, সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাওলানা ছালেহ আহমদ হামিদী কর্তৃক প্রতিষ্ঠিত মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার পরিচালনার দায়িত্বে রয়েছেন মাওলানা আব্দুল ফাত্তাহ।

নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা ছালেহ আহমদ হামিদীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ