শনিবার, ১৭ মে ২০২৫ ।। ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জুলাই বিপ্লবের বিষয়ে একাডেমিক করাপশন হয়েছে: হাসনাত আবদুল্লাহ হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত চোখে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুভার্গ্য : সালাহউদ্দিন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত ‘ঐক্য প্রচেষ্টায় আল্লামা সুলতান যওকের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’ দেশে আওয়ামী স্টাইলে নির্বাচন আর হবে না : রফিকুল ইসলাম খান

সীরাতকেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ময়মনসিংহে সিরাত চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান সীরাতকেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ মে) নগরীর তাহসীনুল কুরআন ওয়াস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় এই আয়োজন ছিল প্রাণ-প্রাচুর্যে ভরপুর। এতে সময়ের আলোচিত লেখক, সাংবাদিক প্রশিক্ষকদের উপস্থিতি আয়োজনকে করেছে প্রাণবন্ত।

সীরাতকেন্দ্রের কর্ণধার মাওলানা আমীর ইবনে আহমাদ জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগ্রহ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে ময়মনসিংহে নতুন লেখক, সাংবাদিক গড়ে ওঠার ক্ষেত্রে এই আয়োজনটি ভিন্নমাত্রা যোগ করবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন। এধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে আগ্রহীরা মত প্রকাশ করেছেন।

অনলাইন সাংবাদিকতা, লেখালেখির হাতেখড়ি, অনুবাদ সাহিত্য ও পত্রিকায় লেখালেখির কলাকৌশল, কবিতা লেখার কলাকৌশল, কেনো পড়বো কীভাবে পড়বো, বানান ও ছড়া সাহিত্য, কী লিখবো কেনো লিখবো, ইসলামের সামাজিক আচরণবিধিসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে।

প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, কবি সাইফ সিরাজ, কবি মাসউদুল কাদির, আলী হাসান তৈয়ব, কবি মুনীরুল ইসলাম, আমিন ইকবাল প্রমুখ। কর্মশালার সমন্বয় ও উপস্থাপনায় ছিলেন কবি ওয়ালিউল ইসলাম।

উপস্থিত ছিলেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি মাহবূবুল্লাহ কাসেমী, আলহাজ্ব শাহ মুশাররফ হোসাইন, কারী আবু সালেহ মুসাসহ সীরাতকেন্দ্রের দায়িত্বশীলরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ