মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত একদিন পেছালো জামায়াতের কর্মসূচি

১৩ মাসে হাফেজ হলো ৮ বছরের মাশেকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের হজরত শাহজালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদরাসার ছাত্র, আট বছর বয়সী মো. মাশেকুর রহমান মাত্র ১৩ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন মজিদ মুখস্থ করে বিস্ময়ের সৃষ্টি করেছে।

হাফেজ মো. মাশেকুর রহমান প্রবাসী মো. দুলাল মিয়ার সন্তান। সে চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়।

তার চাচা মো. বিল্লাল মিয়া বলেন, ‘আমার প্রবাসী ভাই মো. দুলাল মিয়ার ছেলে মাশেকুর অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন শরীফ হিফজ করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ তায়ালা এবং তার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে একজন আলোকিত আলেম হতে পারে। আল্লাহ যেন তাকে কবুল করেন।’

হজরত শাহজালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন বলেন, ‘মাদরাসাটি প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠদানসহ সব বিষয়ে অত্যন্ত যত্ন ও গুরুত্বের সঙ্গে পরিচালনা করে আসছে শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদ।’

তিনি বলেন,  ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক লাভ করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ