আস-সুন্নাহ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের জন্য শুরু করতে যাচ্ছে একটি বিশেষ উদ্যোগ—‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক দাওয়াহ’। আট মাসব্যাপী এই কোর্সটির মূল লক্ষ্য হলো এমন মুখলিস, প্রজ্ঞাবান এবং দক্ষ দায়ী তৈরি করা, যারা সমাজে ইসলামিক দাওয়াহর কাজকে দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হবে।
কোর্সটিতে পাঠদান করবেন দেশের স্বনামধন্য আলেমগণ, অভিজ্ঞ দায়ীগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পারদর্শী প্রশিক্ষকবৃন্দ। পুরো কোর্সটি শায়খ আহমাদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।
আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১২ জুন ২০২৫। ১৪ জুন অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হবে ১৭ জুন। এরপর ২১ জুন ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৩ জুন প্রকাশ পাবে চূড়ান্ত ফলাফল। ক্লাস শুরু হবে ১ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় এবং শেষ হবে ১০ মার্চ ২০২৬।
ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। আবেদনকারীর অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, বিএসসি বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সিজিপিএ থাকতে হবে কমপক্ষে ৩.০। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
এই কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা পাবেন সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত মাসিক শিক্ষাভাতা। এছাড়াও থাকবে দীর্ঘমেয়াদি অধ্যয়ন, গবেষণা ও ফিল্ডওয়ার্কের সুযোগ, আবাসন ও খাবারের সুবিধা, দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, পাঠাগার ও আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুবিধা এবং কোর্স শেষে একটি সনদ প্রদান।
কোর্সটি হবে আবাসিক ও অনাবাসিক দুই ধরনের, তবে শুধুমাত্র পুরুষদের জন্য উন্মুক্ত।
আবেদন করতে ভিজিট করুন:
https://forms.gle/mzTRgWApRLVKshL86
যোগাযোগ:
মোবাইল: +880 1958-277668
ঠিকানা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আলীনগর গেট, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
নিয়মিত আপডেট পেতে অনুসরণ করুন: Post Graduate Diploma in Islamic Dawah ফেসবুক পেজ।
এনএইচ/