মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীতে আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় গ্র্যান্ড ফিনালের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা মতিঝিল মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন-নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, পবিত্র কুরআনের হাফেজদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ করতে উৎসাহিত করার জন্য আমরা নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছি।

এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশের প্রধান ক্বারি শায়খ আহমাদ বিন ইউছুফ আযহারী। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন - জাগ্রত কবি শিল্পী মুহিব খান। এছাড়া গ্র্যান্ড ফিনালের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮০ জন প্রতিযোগীদের মধ্যে থেকে ২০ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ