মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত একদিন পেছালো জামায়াতের কর্মসূচি

একদফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের লাঠি মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একদফা দাবিতে রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এসময় আগামী ২৯ মে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড়ে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে সকাল ১০টায় রংপুর নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমানে জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা ‘দাবি মোদের একটাই— ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ স্লোগান দেন। পরে লাঠি হাতে মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা নার্সিং পাস করার পরও তারা শিক্ষা, চাকরি ও উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ডিপ্লোমা কোর্সগুলোকে যদি ডিগ্রির সমমান না দেওয়া হয়, তাহলে এ পেশায় আগ্রহ হারাবে ভবিষ্যৎ প্রজন্ম। ফলে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম থাকার গুঞ্জন
নার্সিং শিক্ষার্থী সজিব ইসলাম বলেন, আমাদের ন্যায্য দাবি মেনে নিতে এত সময় লাগছে কেন আমরা তা জানি না। আমাদের প্রতি এমন বৈষম্য নিরসন হবে কবে সরকারের কাছে জানতে চাই।

আরেক শিক্ষার্থী মনিরা পারভীন বলেন, এতদিন পড়াশোনা করে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয় তারা। এটা তো হতে পারে না। আমরা দাবি আদায়ে সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ