মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধ এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। এছাড়া, সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রচারণায় অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একইসঙ্গে, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের জন্য সচেতনতা কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ বিষয়ে সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট পত্র দুটি পাঠানো হয়েছে।

পত্রদ্বয়ের নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিচের নির্দেশনাগুলো মানার জন্য অনুরোধ করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:

সারাদেশে ডেঙ্গু রোগের প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচারণা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা:

  • প্রয়োজনমতো বারবার সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।
  • জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা।
  • আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।
  • অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।
  • হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ