মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

খাতা পুনঃনিরীক্ষণে নাম্বার বাড়লে অর্ধেক ফি ফেরত দিচ্ছে বেফাক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আশানুরূপ ফলাফল না পেয়ে খাতা পুনঃনিরীক্ষণের (নজরে সানি) আবেদন করেছিলেন। সে অনুযায়ী খাতা পুনর্মূল্যায়ন করে ইতোমধ্যে ফলাফলও প্রকাশ করেছে বেফাক। এবার আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের নাম্বার বেড়েছে তারা সংশ্লিষ্ট বিষয়ে জমা দেওয়া ফি’র অর্ধেক ফেরত পাচ্ছেন। 

রোববার (১৫ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বিগত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৬হি/২০২৫ ঈ.) নজরে সানির আবেদনের প্রেক্ষিতে যাদের যে বিষয়ের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাদের সে বিষয়ের অর্ধেক ফি ১৯-১২-৪৬ হি. হতে ফেরত নেওয়া যাবে।

ফি ফেরত গ্রহণের ক্ষেত্রে কিছু করণীয় বলে দিয়েছে বেফাক। সেগুলো হলো- 

১. ফি ফেরত নেওয়ার জন্য নজরে সানির ফি জমা দেওয়ার রসিদ জমা দিতে হবে।
২. রসিদ আনতে অপারগ হলে পরীক্ষার্থীর প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এর ফটোকপি জমা দিতে হবে।
৩. এতেও অপারগ হলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম/নাজেমে তালিমাতের সিল-স্বাক্ষর সম্বলিত সত্যায়নপত্র জমা দিতে হবে।
৪. ফি ফেরত নেওয়ার শেষ তারিখ ৩০ শাবান ১৪৪৭ হিজরি।

প্রসঙ্গত, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৭ মার্চ। শাওয়াল মাসজুড়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ ছিল। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পাননি, তারা নির্ধারিত সময়ে আবেদন করেন। গত ২৮ মে এই পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ