মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

মেধা বৃত্তির পুরস্কারের জন্য যোগাযোগের আহ্বান বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণ করে যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের মেধা বৃত্তির পুরস্কার দেওয়ার কার্যক্রম শুরু করেছে বোর্ড। এ ব্যাপারে সংশ্লিষ্টদের যোগাযোগের আহ্বান জানিয়েছে বেফাক। পুরস্কার পাওয়ার জন্য কী নিয়ম অনুসরণ করতে হবে সেটাও বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (১৯ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেফাকভুক্ত মাদরাসাসমূহের যে সকল ছাত্র-ছাত্রী ১৪৪৬ হি./২০২৫ ঈ. তে অনুষ্ঠিত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদের মেধা বৃত্তির পুরস্কার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পুরস্কার উত্তোলনের জন্য নিম্নলিখিত নিয়মাবলি অনুসরণ করতে হবে-

১. বেফাকের ওয়েবসাইট/ফেসবুক পেজ হতে ‘পুরস্কার উত্তোলনের আবেদন ফরম’ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। বেফাক অফিস হতেও সরাসরি ফরম নেওয়া যাবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনকারী যে মাদরাসা হতে পরীক্ষা দিয়েছে, সে মাদরাসার মুহতামিম/নাযেমে তা'লীমাত সাহেবের স্বাক্ষর ও সিল আবেদন ফরমের নির্ধারিত স্থানে থাকতে হবে অথবা প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং তার ফটোকপি জমা দিতে হবে।

৩. বিগত ১৪৪১ হি./২০২০ ঈ.-এর পূর্ববর্তী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমের সাথে আবেদনকারীর প্রবেশপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ