বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২১ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা মৌলভীবাজারে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক সেমিনার মজলিসের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনায় বিজয় র‍্যালী জুলাই ঘোষণাপত্র একপক্ষীয় রাজনৈতিক প্রবন্ধ: মাওলানা আজিজুল হক ভোলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল  ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত  সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে: ডা. তাহের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কোরআন নিকেতন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গত এক বছরে অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি : প্রধান উপদেষ্টা

ঘর থেকে বের হতে যে দোয়া পড়বেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সব সময় মানুষ ঘরে থাকে না। বিভিন্ন প্রয়োজনে বাহিরে যেতে হয়। বাহিরে  বের হওয়ার ক্ষেত্রেও যেনে মুমিন ব্যক্তি দাম্ভিকতার সাথে বের না হয়। আল্লাহ ও রাসূল সা.-কে স্মরণ করে যেনো নত হয়ে বের হয়। ঘরের বাহিরে অশ্লিলতার ছড়াছড়ি। শয়তানের ফাঁদে পড়ে না জানি কোন গোনাহের জালে আটকা পড়ে যায় ।বাহিরের  সবই অচেনা,অজানা। কখন কোন কথায় কার সাথে বাক বিতণ্ডা বেঁধে যায় বলা যায় না।বাহিরে না জানি কেউ আমায় অত্যচার করে বসে। আমি কারো উপর অত্যাচার করে আল্লাহর বিচার কাঠ গড়ায় দাঁড়াই।

এই জন্য মুমিন বান্দার উচিত আল্লাহর সাহায্য প্রার্থনা করা। সর্বদা আল্লাহর উপর ভরসা করা । তার সাহায্য প্রার্থনা করা। এটি ঈমানের অন্তর্ভূক্ত। ঘর থেকে বের হওয়ার সময় নিম্নের দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল মুমিনকে সব বিপদ থেকে হেফাজত করবেন। দোয়াটি এই-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ

প্রিয় নবীজি সা. বলেন- হযরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত। তিনি বলেন- রাসূলুল্লাহ সা. সব সময় আমার ঘর থেকে বের হওয়াকালে আকাশের দিকে মুখ করে এ দুআ পাঠ করতেন- হে আল্লাহ! আমি আপনার পানাহ চাই গুমরাহ হওয়া থেকে অথবা গুমরাহ করা থেকে; পদস্খলন হওয়া থেকে অথবা পদস্খলন করা থেকে; যুলুম করা থেকে বা মাযলুম হওয়া থেকে; মূর্খতা থেকে অথবা মূর্খের আচরণ থেকে।

আল্লাহ রাব্বুল আলামীন ঘর থেকে বের হওয়ার সময় আমাদেরকে এই দোয়া পড়ে আল্লাহর কাছে প্রিয় হওয়ার তাওফিক দান করুন।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ